লক্ষ্য ও উদ্দেশ্য :
(কোম্পানির নাম)এর একটি
শক্তিশালী নিরাপত্তা বাহিনী রয়েছে যারা অত্র কোম্পানিতে কর্মরত সকল শ্রমিক
কর্মচারী ভাইবোনদের সর্বচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চয়তা বিধান করে । এ ক্ষেত্রে
তারা কর্মীদের সম্মান ও মর্যাদার দিকেও বিশেষভাবে লক্ষ্য রেখে থাকে।
নীতিমালা
প্রয়োগ এর মূল্যায়ন পদ্দতি ও প্রক্রিয়া :
অত্র
কোম্পানিতে কর্মরত সকল শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের নিমিত্তে প্রণীত এই
নীতিমালা সঠিকভাবে মেনে চলার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য । নিরাপত্তা
নিশ্চিত করনে যে সকল কর্মী নিয়জিত আছেন তাদের এই নীতিমালাগুলো মেনে চলতে হবে
- সর্বদা সচেতনতা, বিশ্বস্থতা, সৌজন্যতা, দৃরতা, নম্রতা এবং ভদ্রতার সাথে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সমুহ সঠিক ও যথাযথভাবে পালন করা ।
- নির্দিষ্ট পোশাক পরিধান করে (যেমন ইউনিফরম, বুট, ক্যাপ, নেইম প্লেট, পরিচয় পত্র, নিরাপত্তা সরমজামাদি ইত্যাদি) দায়িত্ব পালন করা ।
- পরিচিত অপরিচিত সকল ব্যাক্তি বর্গের সাথে ভদ্রতা ও বিনয়ের সাথে কথা বলা, অপরিচিতদের সাথে বিনয়ের সাথে কথা বলে জেনে নেওয়া, পরিচয় মোতাবেক তাদের ব্যপারে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা, পরিচয়হীন ব্যাক্তিদের কোন অবস্তাতেই ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতে না দেয়া।
- বৈধ অনুপ্রবেশকারি / সাক্ষাত প্রাথিকে করতিপক্ষের সম্মতি সরুপ ভিজিটর আইডি কার্ড প্রদান করা এবং নির্ধারিত রেজিস্টারে তাদের নাম, ঠিকানা তারিখ উদ্দেশ্য প্রবেশ ও বাহিরের সময় ইত্যাদি রেজিস্টারে লিপিবদ্দ করা।
- ফ্যাক্টরির প্রধান গেট সহ অন্যান্য সকল গেট সমুহের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষিত রাখা । ছুটির পর প্রধান গেট ব্যতিত সকল গেট তালাবদ্ধ রাখা ও রেকর্ড যথাযথভাবে সংরক্ষন করা।
- ফ্যাক্টরির ও মালামালের / সম্পদের প্রতি সর্বদা কড়া নজর রাখা এবং উহার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ।
- ফ্যাক্টরির জান এক্স মালের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রবেশ ও বাহিরের সময় প্রচলিত নিয়ম অনুযায়ী মারজিতভাবে সম্মান সহকারে সমলিঙ্গের তলাশকারির মাধমে বহনক্রত মালামাল তল্লাশি করা।
- গেট পাস ছাড়া কোন মালামাল গেটের বাইরে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখা এবং ফ্যাক্টরির ভিতরে কোন মালামাল প্রবেশের পূর্বে চালান ও অন্যান্য কাগজ পত্র ভালভাবে চেক করে প্রবেশের অনুমুতি প্রদান করা।
- ব্যক্তিগত প্রয়জনে কোন প্রকার আগুন উত্পাদনকারী বস্তু (বিড়ি, সিগারেট, দিয়াস্লায়, লাইটার) বহন রহিত করা।
- যথাযথ করতিপক্ষের মাধ্যমে প্রদেয় আউট পাস ব্যতিত কোন শ্রমিক কর্মচারীকে করমকালিন সময়ে কারখানা হতে বাহিরে বের হতে না দেয়া।
- নিরাপত্তাজনিত স্থানীও আইন সম্পর্কে সাম্মক ধারনা রাখা ।
- সাভাবিক দৈনন্দিন কার্যক্রম বহির্ভূত কোন অস্বাভাবিক পরিস্তিতি, দাঙ্গা হাঙ্গামা হৈচৈ দুরঘটনা ইত্যাদি তাতক্ষনিকভাবে করতিপক্ষকে অবহিত করা।
- ব্যক্তিগত বৈধ অস্র কারখানার ভিতরে প্রবেশ বন্ধ করা এবং কোম্পানিকে অবহিত করা।
- আত্তরক্ষা বা জরুরি পরিস্তিত ব্যতিত পেশি শক্তি ব্যবহার না করা।
- চিঠি পত্র লেন দেনের ব্যপারে সতন্র রেজিস্টার সংরক্ষন করা ।
- ব্যক্তিগত পরিষ্কার পরিছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষে চুল দাড়ি কাটা বুট পালিশ করা, পরিহিত ইউনিফরম পরিষ্কার রাখা।
- নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট বিষয়াদি অন্য কোন হয়রানিমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা ।
- আভ্যন্তরীণ ষড়যন্ত্র/কলহ/কোন্দলমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা ।
কার্যকরী পরিষদ t
কারখানায় কর্মরত সকল শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে নিরাপত্তা বিভাগের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তাদের সচেতন করা হয় । নিরাপত্তা বিভাগে কর্মরত সকল কর্মী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সে লক্ষে নিচে বর্ণিত কমিটি সক্রিয় ভাবে কাজ করে থাকে।
- নির্বাহী পরিচালক/পরিচালক
- জি এম
- জি এম/ডি জি এম (এডমিন ও কমপ্লায়েঞ্চ)
- ম্যানেজার(এইচ আর ও কমপ্লায়েঞ্চ)
- ইনচারজ(এডমিন বিভাগ)
- প্রধান নিরাপত্তা কর্মকর্তা
অবহিত করুন / যোগাযোগ :