Anytime & Anywhere (No Pendrive, No Note book)

Disciplinary Action Procedure

Disciplinary Action Procedure

  1. প্রথমে মৌখিকভাবে সতর্ক করে দেয়া/যে কাজ সে করছে সেটা ভালো নয় এটা তাকে বুঝিয়ে দেয়া ! এটা একটা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে তার সই নেয়া !
  2. লিখিতভাবে নোটিশ করে সতর্ক করে দেয়া ! (কপি দেখতে পারেন)
  3. লিখিতভাবে কারণ দর্শানো নোটিশ করা এবং জবাব সন্তোষজনক হলে লিখিতভাবে সতর্ক করে দেয়া ! (কপি দেখতে পারেন)
  4. অপরাদ মারাত্মক হলে কিংবা গুরুতর হলে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশসহ সাময়িকভাবে থেকে বরখাস্ত করা এবং জবাব যুক্তিসংগত ও সন্তোষজনক হলে লিখিতভাবে সতর্ক করে দেয়া ! (কপি দেখতে পারেন)
  5. জবাব সন্তোষজনক না হলে একটি তদন্ত কমিটি গঠন করা এবং তাহাকে লিখিতভাবে তদন্তের নোটিশ করা !  (কপি দেখতে পারেন)
  6. তদন্ত রিপোর্ট পাওয়ার পর অপরাদ প্রমানিত না হলে লিখিতভাবে সতর্ক করে দিয়ে কাজে যোগদানের অনুমুতি দেয়া ! আর অপরাদ প্রমানিত হলে লিখিতভাবে নোটিসের মাধ্যমে চাকুরী থেকে বরখাস্ত করা ! (কপি দেখতে পারেন)


বিস্তারিত পরে আলোচনা করব !

Related Posts Plugin for WordPress, Blogger...